উন্মুক্ত পাহাড়ে স্থাপনার অনুমতি না দেওয়ার অনুরোধ চসিক মেয়রের
৩০ জুলাই ২০২১ ২০:৪৩
চট্টগ্রাম ব্যুরো: প্রতিরোধ দেওয়াল নেই এমন পাহাড়ে স্থাপনা নির্মাণের অনুমোদন না দেওয়ার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি পাহাড়ের পাদদেশে থাকা অবৈধ বসতি উচ্ছেদ করারও ঘোষণা দিয়েছেন। তবে কবে নাগাদ এ কার্যক্রম শুরু হবে তা পরিষ্কার করেননি তিনি।
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত নগরীর লালখান বাজার, গরীবউল্লাহ শাহ ও কুসুমবাগ এলাকার পাহাড় পরিদর্শনের সময় মেয়র এসব কথা বলেন।
এ বিষয়ে রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বৈধ হোক বা অবৈধ হোক, পাহাড়ের পাদদেশে কোনো ঝুঁকিপূর্ণ বসতি থাকতে পারবে না। জানমাল রক্ষায় পাহাড়ের সব বসতি ও স্থাপনা উচ্ছেদ করা হবে।’
গত কয়েকদিনের ভারী বর্ষণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘এবার ভারী বৃষ্টিতে এখনো প্রাণহানি হয়নি। তবে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা আছে। কয়েক বছর আগেও নগরীর বিভিন্ন পাহাড়ধসে প্রাণহানি ঘটেছে। কিন্তু জনসচেতনতা আসেনি। মৃত্যুভয়কে পরোয়া না করে যারা পাহাড়ের পাদদেশে বসতি গড়েছেন, তাদের প্রাণ রক্ষার স্বার্থেই বসতিগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।’
লাগামহীনভাবে মাটি ও গাছপালা কেটে পাহাড়গুলোকে ঝুঁকিপূর্ণ বানানো হয়েছে অভিযোগ করে মেয়র বলেন, ‘পাহাড়ধস রোধ করতে হলে সকল পাহাড় ঘিরে রিটেইনিং ওয়াল দিতে হবে। এতে পাহাড় সুরক্ষিত থাকবে এবং অতিবৃষ্টিতে পাহাড় থেকে মাটি-বালি নেমে খাল-নালা-নদর্মা ভরাট বন্ধ হবে। আমি সিডিএ’কে বলব— রিটেইনিং ওয়াল ছাড়া পাহাড়ে স্থাপনার নির্মাণের অনুমতি দেবেন না।’
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, চসিক’র সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী ছিলেন।
সারাবাংলা/আরডি/এনএস
অনুমতি না দেওয়ার অনুরোধ চসিক মেয়র পাহাড়ে স্থাপনা নির্মাণ রেজাউল করিম চৌধুরী