Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক পরিচয়ে বিরিয়ানি ও টাকা দাবি, ইয়াবা বিক্রেতা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২১ ১৪:০৮

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে সাংবাদিক সেজে চাঁদাবাজির অভিযোগে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে ‘হাজী কাচ্চিঘর’ নামে একটি হোটেলে ঢুকে চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার মো. ইমরান (২৯) নগরীর আগ্রাবাদ ঢেবারপাড় এলাকার আব্দুর রহমান বাবুলের ছেলে। বাবা-মা এবং ছেলে- তিনজনই পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

বিজ্ঞাপন

ওসি মহসীন সারাবাংলাকে জানান, ইমরান ও তার বাবার বিরুদ্ধে দুটি করে মাদকের মামলা আছে। তার মা শারমিনের বিরুদ্ধে আছে তিনটি মামলা। আব্দুর রহমান ও শারমিন ফেনসিডিল বিক্রি করে। ইমরান খুচরা ইয়াবা বিক্রি করে। ইমরান নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। ইদানিং তিনি এলাকায় নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া শুরু করেছেন। দৈনিক চট্টগ্রামের পাতা এবং আলোকিত চট্টগ্রাম ডটকম নামে দুটি কথিত সংবাদপত্রের পরিচয়পত্র গলায় ঝুঁলিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। মোটরসাইকেলেও আছে সাংবাদিক লেখা স্টিকার।

‘গত (শুক্রবার) রাত ১১টার দিকে ইমরান হাজী কাচ্চিঘরে ঢুকে বিরিয়ানি দেওয়ার অর্ডার করে। কিন্তু দোকানি জানান, লকডাউনের কারণে তাদের বিক্রি বন্ধ। হোটেলে কিছু জরুরি মেরামতের কাজ চলছে। তখন ইমরান হুমকি দিয়ে বলে, তাকে এক প্যাকেট বিরিয়ানি ও এক হাজার টাকা না দিলে সে ফেসবুক লাইভে গিয়ে হোটেলের বিরুদ্ধে বক্তব্য দেবে। ইমরান মোবাইলে ভিডিও শুরু করে। তখন হোটেলের ম্যানেজার কৌশলে পুলিশকে বিষয়টি জানান। ডবলমুরিং থানার টিম গিয়ে তাকে গ্রেফতার করে।’- বলেন ওসি মহসীন

বিজ্ঞাপন

গ্রেফতার ইমরানের কাছ থেকে দুটি ‘সাংবাদিক’ লেখা পরিচয়পত্র, মোবাইল এবং মোটর সাইকেল জব্দ করা হয়েছে বলে ওসি মহসীন জানিয়েছেন।

 

সারাবাংলা/আরডি/এএম

সাংবাদিক পরিচয় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর