Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ


১ এপ্রিল ২০১৮ ১২:১৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চালককে মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যাবার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ছাত্রলীগ পরিচয়ে একদল যুবক রোববার সকালে এই ঘটনা ঘটিয়েছে।

চট্টগ্রাম রেলস্টেশন থেকে সকালে দুটি শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যায়। এই ঘটনার আগে সকাল ৮টার ট্রেন গেলেও সাড়ে ৯টার ট্রেনটি যেতে পারেনি।

নগরীর ষোলশহর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাহাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ট্রেন ছাড়ার আগে একদল লোক চালক কাউসারকে অপহরণ করে নিয়ে গেছে। এরপর আমাকে এসে ট্রেন না চালানোর হুমকি দিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ও ডেমু চলবে না।

ঘটনার সময় যুবকরা নিজেদের ছাত্রলীগের নেতা-কর্মী পরিচয় দেন বলেও জানান সাহাব উদ্দিন।

তবে কী কারণে এবং ছাত্রলীগের কোন পক্ষ এই ঘটনা ঘটিয়েছে সেটা সুনির্দিষ্টভাবে বলতে পারেনি কেউ।

তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রলীগ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার (৩১ মার্চ) হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা জিসানুল ইসলাম জিসান প্রতিপক্ষের মারধরের শিকার হন। কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি জিসান। এই ঘটনার জের ধরে শাটল ট্রেন চলাচল বন্ধ করা হতে পারে।

সারাবাংলা/আরডি/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর