Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার মানুষের জীবন নয় পোশাক মালিকদের মুনাফার পাহারাদার’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২১ ১৭:২৯

ঢাকা: বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু যেখানে প্রতিনিয়ত বাড়ছে, মানুষ চিকিৎসা না পেয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে তখন মানুষের জীবন রক্ষার পদক্ষেপ না নিয়ে সরকারের কারখানা খোলার ঘোষণা দেশবাসীকে হতবাক করেছে।

শনিবার (৩১ জুলাই) জোটের পক্ষ থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতারা এসব কথা বলেন।

বিবৃতিতে নেতারা লকডাউনের বিধিনিষেধের মধ্যে করোনা সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী সত্ত্বেও রফতানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ‘বর্তমান ভোট ডাকাতির সরকার মানুষের জীবন রক্ষা নয় পোশাক মালিকদের মুনাফা লাভের স্বার্থ রক্ষাকারী পাহারাদার।’

এসময় তারা লকডাউনে গণপরিবহন বন্ধ অবস্থায় শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত না করে রফতনিমুখী কারখানা খোলার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদফতরের সুপারিশ মতো শ্রমজীবী মানুষের খাদ্য ও নগদ অর্থের ব্যবস্থা করে লকডাউন আরও বৃদ্ধি এবং দ্রুত সব প্রাপ্ত বয়স্ক নাগরিককের টিকা দেওয়ার দাবি জানান।

সারাবাংলা/এএইচএইচ/এমও

পোশাক মালিক বাম গণতান্ত্রিক জোট সরকার

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর