Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাপিটেকের দুই ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২১ ১৭:৪৮

ঢাকা: ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড এবং ক্যাপিটেক পদ্মা পি এফ শরিয়াহ্ ইউনিট ফান্ড দু’টির লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড ১৫ শতাংশ এবং ক্যাপিটেক পদ্মা পি এফ শরিয়াহ্ ইউনিট ফান্ড ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা।

শনিবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ গত ৩০ জুন, ২০২১ সমাপ্ত বছরে ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড এবং ক্যাপিটেক পদ্মা পি এফ শরিয়াহ্ ইউনিট ফান্ড যথাক্রমে শতকরা ১৫ এবং শতকরা ৭ ভাগ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ফান্ড দু’টির অ্যাসেট ম্যানেজার হিসেবে কাজ করছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৭ জুলাই আইসিবি’র সভাকক্ষে অনুষ্ঠিত ফান্ডে ট্রাস্টিসভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সারাবাংলা/জিএস/এমও

আইসিবি ক্যাপিটেক লভ্যাংশ ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর