Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যানবাহন না পেয়ে রংপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২১ ১৮:০৫

রংপুর: ঢাকায় ফেরার গাড়ি না পেয়ে জেলার মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকামুখী গার্মেন্টস শ্রমিকরা। শনিবার (৩১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

এসময় রাস্তার দু’পাশে আটকা পরে ব্যক্তিগত যানসহ পণ্যবাহী ট্রাক। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের।

ঢাকামুখী গার্মেন্টস শ্রমিকরা জানান, ৫ আগস্ট পর্যন্ত লকডাউন থাকলেও ২ তারিখের মধ্যে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে জীবিকার তাগিদেই অনেকটা বাধ্য হয়ে তাদের ঢাকার উদ্দ্যেশে রওনা দিতে হয়েছে। কিন্তু লকডাউনের কারণে যানবাহন না থাকায় চরম বেকায়দায় পড়েছেন তারা।

তাদের দাবি গার্মেন্টস বন্ধ রাখা হোক, নয়তো ঢাকা ফেরার জন্য যানবাহন খুলে দেওয়া হোক।

সারাবাংলা/এমও

গার্মেন্টস শ্রমিক যানবাহন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর