ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির অভিযানে জরিমানা ১ লাখ ৬৬ হাজার টাকা
৩১ জুলাই ২০২১ ২০:১২
ঢাকা: এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ ভ্রাম্যমাণ আদালত। এসময় এডিস মশার লার্ভা পাওয়ায় ১৩ নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়ির মালিককে ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (৩১ জুলাই) দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর নিউ ইস্কাটনে মাহফুজুল আলম মাসুম, অঞ্চল-২ এর খিঁলগাওয়ে মোহাম্মদ আলমগীর হোসেন, অঞ্চল-৩ এর চানখাঁরপুলে তৌহিদুজ্জামান পাভেল, অঞ্চল-৫ এর জুরাইনের বিক্রমপুর প্লাজা ও আশপাশে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, অঞ্চল-৬ এর গৌড়নগর ও নাসিরাবাদে শাহীন রেজা, অঞ্চল-৮ এর মালা মার্কেট ও রাজাখালীতে কাজী হাফিজুল আমিন এবং অঞ্চল-৯ এর মাতুয়াইলের মুসলিম নগর এলাকায় বিকাশ বিশ্বাস এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতসমূহ এসময় ২১৪টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং মোট ১৩টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় ১৩টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়াও এসময় এডিস মশার লার্ভা প্রজনন উপযোগী পরিবেশ বিরাজ করায় মোট ১১টি বাসা ও নির্মাণাধীন ভবনকে সতর্ক করা হয়।
এডিসের লার্ভাবিরোধী অভিযানের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও মাইকিং করা অব্যাহত রয়েছে।
সারাবাংলা/ইউজে/এমও