Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা চিকিৎসায় সোহরাওয়ার্দী হাসপাতালে শয্যা বাড়লো ১০০টি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২১ ২০:৪৯

ঢাকা: রাজধানীতে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিতদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালগুলিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। বেড খালি না পেয়ে ভোগান্তি বাড়ছে রোগী এবং স্বজনদেরও। কোভিড-১৯ সংক্রমণের এমন ঊর্ধ্বমুখী অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১০০ শয্যা বাড়ানো হয়েছে।

শনিবার (৩১ জুলাই) আরও ১০০ শয্যা বাড়ানোর বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান।

বিজ্ঞাপন

ডা. মো. খলিলুর রহমান বলেন, ‘সোহরাওয়ার্দী হাসপাতালে আগে ৪০০ শয্যায় কোভিড-১৯ সংক্রমিতদের চিকিৎসা দিয়ে আসা হচ্ছিল। এখন থেকে আরও ১০০টি শয্যা বাড়ানো হয়েছে।’

বর্তমানে হাসপাতালে ৩৩০ জন রোগী ভর্তি আছেন কিন্তু এখানের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কোনো শয্যা খালি নেই বলেও জানান ডা. খলিলুর রহমান।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমিত হয়ে আরও ২১৮ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করে ৯ হাজার ৩৬৯ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।

সারাবাংলা/এসবি/এমও

করোনা চিকিৎসা শয্যা সোহরাওয়ার্দী হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর