Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২১ ১৭:২৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একদিনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯২৭ জন।

রোববার (১ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, আগেরদিন শনিবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৫৩২ জন এবং ৩৯৫জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। করোনা সংক্রমণের হার ২৯ দশমিক ০৩ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে হাটহাজারীতে। এদিন হাটহাজারীতে ১০৩ জন, রাউজানে ৬৪ জন, পটিয়ায় ৪৯, চন্দনাইশে ৪২ জন, সাতকানিয়ায় ৩০ জন, সন্দ্বীপে ২৪, ফটিকছড়িতে ২২ জন, বোয়ালখালীতে ১৭ জন, বাঁশখালী ও মীরসরাইয়ে ১০ জন করে, সীতাকুণ্ডে ৯ জন, লোহাগাড়ায় আটজন, রাঙ্গুনিয়ায় তিনজন এবং আনোয়ারায় একজন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জন নগরীর এবং পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এ পর্যন্ত ৮২ হাজার ৮৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৬২ হাজার ৮৮ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ২০ হাজার ৭৯৮ জন।

করোনায় এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন মোট ৯৭৩ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৮৩ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৩৯০ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএস

করোনাভাইরাস কোভিড-১৯ চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর