গার্মেন্টস শ্রমিকরা কর্মস্থলে ফেরায় সংক্রমণ বাড়ার শঙ্কা
১ আগস্ট ২০২১ ১৮:২৭
ঢাকা: দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ আরও বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। দেশে চলমান করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে গার্মেন্টস শ্রমিকরা কর্মস্থলে ফেরায় এই শঙ্কার কথা জানান তিনি।
রোববার (১ আগস্ট) দুপুরে মহাখালীর বিসিপিএস অডিটোরিয়াম হলে ১ম বর্ষ এমবিবিএস শিক্ষার্থীদের ক্লাস শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ বিষয়ে জাহিদ মালেক বলেন, একদিনের ঘোষণায় শ্রমিকরা ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন, এটা আমাদের জন্য আরও ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসতে পারে।
তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এক কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী ৭ তারিখ থেকে উপজেলা পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে। এনআইডি কার্ড না থাকলেও বয়স্করা ভ্যাকসিন পাবেন। একইসঙ্গে গর্ভবতীদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ সময় দেশে করোনার সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী উল্লেখ করে সবাইকেই বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সারাবাংলা/এসবি/এনএস
করোনাভাইরাস গার্মেন্টস শ্রমিক সংক্রমণ বাড়ার শঙ্কা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক