Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি ভাঙায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২১ ১৯:০৯

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে দেওয়া কঠোর বিধিনিষেধ ভেঙে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিভিন্ন কারখানার কর্মীরা যাচ্ছেন কর্মস্থলে। এমন অবস্থায় দেশে কোভিড-১৯ সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত অনলাইন হেলথ বুলেটিনে এ আশঙ্কার কথা জানান প্রতিষ্ঠানটির সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

অধ্যাপক নাজমুল বলেন, ‘গত দুইদিন ধরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিভিন্ন কারখানার কর্মীরা ঢাকায় ঢুকেছেন। আর এসব চিত্র গণমাধ্যমে দেখিয়েছে। আমরা সবাই দেখেছি। এতে করে করোনার সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়।’

তিনি বলেন, ‘আমরা বরাবরই বলেছি জনসমাবেশ উপেক্ষা করে চলতে। কারণ এগুলো সংক্রমণ বাড়িয়ে দিতে সহায়তা করে। গণমাধ্যমে দেখিয়েছে আর আমরা সবাই দেখেছি— এতে সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যায়।’

তিনি আরও বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণের উপায়গুলো আমরা জানি। লকডাউনের মেয়াদ বাড়ানো বা কমানো- এটি নির্ভর করবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নীতি-নির্ধারণী মহলে যারা কাজ করেন তাদের ওপর। আমরা বিশ্বাস রাখতে চাই, জনস্বাস্থ্য রক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

ভাসমান মানুষদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা একটি নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত সবাইকে ভ্যাকসিন দিতে চাই। ন্যূনতম পরিচয়পত্র প্রদর্শন করে ভ্যাকসিন নেওয়া যাবে। যারা ভবঘুরে, তাদের কেউ বুঝিয়ে যদি কেন্দ্রে নিয়ে আসতে পারেন তাহলে তারাও ভ্যাকসিন নিতে পারবেন।’

সারাবাংলা/এসবি/পিটিএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর