ঢাকা: চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য আইনের মামলায় চার আসামিকে জামিন দিয়েছে হাইকোর্ট। রোববার (১ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- লিয়াকত (২৪), মো. আজগর আলী (২০), নুর হোসেন (২১) ও রমজান আলী (১৯)।
এদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
এর আগে, গত ৯ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার ৮৫০ লিটার দেশীয় চোলাই মদসহ এ চার জনকে গ্রেফতার করে র্যাব-৭।
জানা গেছে, ত্রিপুরা সুন্দরী ভরনছড়ি বড় খোলার দুর্গম পাহাড়ে মাদক সিন্ডিকেট বিপুল পরিমাণ চোলাই মদ বিভিন্ন এলাকায় সরবরাহের জন্য মদের ভান্ডারসহ অবস্থান করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ ১০ ঘণ্টা অভিযান চালায়। এসময় বিভিন্ন স্থান থেকে ১২ হাজার ৮৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৩৮ লাখ ৫৫ হাজার টাকা। পরবর্তীতে সময়ে নিম্ন আদালত আসামিদের জেলে পাঠায়। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।