Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকায় অন্তত ১০ লাখ ভ্যাকসিন নষ্ট

আন্তর্জাতিক ডেস্ক
২ আগস্ট ২০২১ ১০:৫৬

যুক্তরাষ্ট্রের ১০ অঙ্গরাজ্য থেকে অন্তত ১০ লাখ করোনা ভ্যাকসিন নষ্ট হওয়ার খবর মিলেছে।

সম্প্রতি এক জরিপের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জর্জিয়া অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি এক লাখ ১০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন নষ্ট হয়েছে।

এর বাইরেও, ওহাইও অঙ্গরাজ্যে তিন লাখ ৭০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন ব্যবহার করতে পারেননি বলে জানিয়েছেন ভ্যাকসিন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টরা।

সবকিছু ছাপিয়ে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিতে অনীহা ভ্যাকসিন নষ্টের প্রধান কারণ উল্লেখ করে পরিবহন-সংরক্ষণ-মেয়াদ এই তিন ক্ষেত্রে করোনা ভ্যাকসিনগুলো ব্যবহার উপযোগীতা হারিয়েছে, জানাচ্ছেন জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের মুখপাত্র।

তবে, কেন্দ্র থেকে কী পরিমাণ ভ্যাকসিন অঙ্গরাজ্যগুলোতে পাঠানো হয়েছিল সে সংক্রান্ত কোনো তথ্য না থাকায় ভ্যাকসিন নষ্টের পরিমাণ আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান।

দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ভ্যাকসিন নষ্ট হওয়ার বিষয়ে নজর রাখলেও এখন পর্যন্ত কোনো তথ্য সংবাদ মাধ্যমকে দেয়নি।

সারাবাংলা/একেএম

করোনা ভ্যাকসিন টপ নিউজ যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর