ঢাকা: পুঁজিবাজারে সূচকের বড়ধরনের উত্থান হয়েছে। সোমবার (২ আগস্ট) দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ও বাজার মূলধন পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে উন্নীয় হয়। এদিন ডিএসইএক্স ইনডেক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮১ পয়েন্টে উঠে আসে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স ইনডেক্সটি যাত্রা শুরু করার পর সর্বোচ্চ উচ্চতায় উন্নীত হলো। এর আগে গত ২৯ জুলাই ডিএসইএক্স ইনডেক্স ৬ হাজার ৪২৫ পয়েন্টে অবস্থান করেছিল। সূচকের পাশাপাশি বাজার মূলধনেও এদিন রেকর্ড পরিমাণ উন্নীত হয়েছে। দিন শেষে ডিএসইর বাজার মূলধন প্রথমবারের মতো ৫ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৮৭ কোটিতে উন্নীত হয়েছে।
এদিন ডিএসইতে ৩৭৫টি কোম্পানির ৪১ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার ১৭৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩১টির, কমেছে ১২০টির এবং ২৪টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫২১ কোটি ৩১ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮১ পয়েন্টে উন্নীত হয়। ডিএসই শরিয়া সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১২ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২৩টি কোম্পানির ৩ কোটি ৩৪ লাখ ২৩ হাজার ২৫৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩১টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ৭৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫ কোটি ৮৪ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২২৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৫৮ পয়েন্টে অবস্থান করছে।