Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন উচ্চতায় পুঁজিবাজার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২১ ১৭:৩৯

ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে সূচকের বড়ধরনের উত্থান হয়েছে। সোমবার (২ আগস্ট) দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ও বাজার মূলধন পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে উন্নীয় হয়। এদিন ডিএসইএক্স ইনডেক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮১ পয়েন্টে উঠে আসে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স ইনডেক্সটি যাত্রা শুরু করার পর সর্বোচ্চ উচ্চতায় উন্নীত হলো। এর আগে গত ২৯ জুলাই ডিএসইএক্স ইনডেক্স ৬ হাজার ৪২৫ পয়েন্টে অবস্থান করেছিল। সূচকের পাশাপাশি বাজার মূলধনেও এদিন রেকর্ড পরিমাণ উন্নীত হয়েছে। দিন শেষে ডিএসইর বাজার মূলধন প্রথমবারের মতো ৫ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৮৭ কোটিতে উন্নীত হয়েছে।

এদিন ডিএসইতে ৩৭৫টি কোম্পানির ৪১ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার ১৭৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩১টির, কমেছে ১২০টির এবং ২৪টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫২১ কোটি ৩১ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮১ পয়েন্টে উন্নীত হয়। ডিএসই শরিয়া সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১২ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২৩টি কোম্পানির ৩ কোটি ৩৪ লাখ ২৩ হাজার ২৫৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩১টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ৭৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫ কোটি ৮৪ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২২৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৫৮ পয়েন্টে অবস্থান করছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

পুঁজিবাজার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর