Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়িচাপায় ট্রাফিক পুলিশের মৃত্যু: চালক তিন দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২১ ২১:৫৮

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে গাড়িচাপায় ট্রাফিক পুলিশ হেলালের মৃত্যুর ঘটনায় গ্রেফতার মাইক্রোবাস চালক বিল্লাল মুন্সিকে (৪৫) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২ আগষ্ট) মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই সুজানুর রহমান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

বিজ্ঞাপন

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত বিল্লাল মুন্সির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত ১ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে কনস্টেবল হেলাল প্রতিদিনের মতো ডিউটি করছিলেন। সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে হাসপাতাল থেকে গাড়ি বের করার জন্য সিগন্যাল দেন। পরে একটি সিলভার কালারের মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। উপর দিয়ে তুলে দিলে গুরুতর আহত হন হেলাল। তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় হেলালের শ্যালক ইছাম উদ্দিন শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/এসএসএ

রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর