যৌথ অভিযানে বান্দরবানে অস্ত্রসহ গ্রেফতার এক
৩ আগস্ট ২০২১ ১১:২০
বান্দরবান: জেলায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে বন্দুকসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে চাঁদা সংগ্রহের রশিদ বই, ১ টি মোবাইল, ২টি মানিব্যাগ, চাঁদা আদায়ের নগদ ১০ হাজার টাকাসহ ও অন্যান্য সরঞ্জামা উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়ার সন্ত্রাসীর নাম সুমন চাকমা (২৬)। সে জেএসএস (মূল) দলের চাঁদা কালেক্টর।
সোমবার (২ আগস্ট) রাতে বান্দরবান সদর উপজেলার ডুলুপাড়ায় বান্দরবান সেনা রিজিয়নের সেনা জোন ও সদর থানা পুলিশের টহল দল যৌথভাবে ডুলুপাড়ার কেমবাপাড়ার কাছে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়।
এ সময় বাড়ি থেকে একটি দেশীয় বন্দুক, চাঁদা সংগ্রহের রশিদ বই, ১টি মোবাইল সেট, ২টি মানিব্যাগ, চাঁদা আদায়ের নগদ ১০ হাজার টাকা ও অন্য সরঞ্জামা উদ্ধার করে। গ্রেফতার সুমন চাকমা জেএসএসের সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদা সংগ্রহকারী বলে জানা গেছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে।’
সারাবাংলা/এমও