Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর দখলে তীব্র লড়াই করছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
৩ আগস্ট ২০২১ ১২:২৪

আফগানিস্তানের দক্ষিণ হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ দখলে নিতে দেশটির সেনাবাহিনীর সঙ্গে তীব্র লড়াই করছে তালেবান যোদ্ধারা। তালেবান সর্ব প্রথম এই শহরটিই দখলে নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি।

লস্করগাহ শহরটিতে মার্কিন ও আফগান বাহিনীর বিমান হামলা সত্ত্বেও তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে তালেবান।

তালেবান যোদ্ধারা একটি টেলিভিশন স্টেশন দখলে নিয়েছে বলে জানা গেছে। এছাড়াও হাজার হাজার মানুষ গ্রামাঞ্চল থেকে পালিয়ে ভবনে আশ্রয় নিয়েছে।

শহরটির একটি হাসপাতাল থেকে এক চিকিৎসক বিবিসি’কে জানিয়েছেন, ‘চারিদিকে শুধু যুদ্ধ চলছে।’

আফগান সামরিক বাহিনীর একজন কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তালেবানদের বিজয় ‘বিশ্ব নিরাপত্তার ওপর বিধ্বংসী প্রভাব ফেলবে।’

মেজর জেনারেল সামি সাদাত বিবিসি’কে বলেন, ‘এটি আফগানিস্তানের যুদ্ধ নয়, এটি স্বাধীনতা এবং সর্বগ্রাসীতার মধ্যকার যুদ্ধ।’

সোমবার (২ আগস্ট) আফগান তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানের ‘হামলা এবং হুমকির’ কারণে হেলমান্দ প্রদেশে ১১টি রেডিও এবং ৪টি টেলিভিশন তাদের সম্প্রচার বন্ধ করেছে।

যদি লস্করগাহ শহরের আফগান বাহিনী পরাজিত হয়, তাহলে ২০১৬ সালের পর প্রথম এই শহরটি পুনরায় দখলে নিবে তালেবান। এটি ছাড়া আরও দুটি প্রদেশে আফগান বাহিনী ও তালেবানদের মধ্যে লড়াই চলছে।

মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনীর অভিযানের কেন্দ্রবিন্দু ছিল হেলমান্দ প্রদেশ। এখন প্রদেশটি পুরোপুরি তালেবানদের নিয়ন্ত্রণে গেলে তা আফগান সরকার বড় ধরনের ধাক্কা পাবে।

তালেবান যোদ্ধাদের মোকাবিলায় শত শত আফগান বাহিনী মোতায়েন করা হয়েছে। ২০ বছর ধরে সামরিক অভিযান পরিচালনার পর দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করায় সম্প্রতি মাসগুলোতে তালেবানরা দ্রুত অগ্রগতি অর্জন করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

আফগানিস্তান তালেবান দক্ষিণ হেলমান্দ প্রদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর