Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মারা গেলেন নির্বাচন কর্মকর্তা সাইফুজ্জামান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২১ ১৪:৩২

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান। তিনি ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এদিন দুপুরে ইসির জনসংযোগ কর্মকর্তা আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

ইসি সূত্র জানায়, এবিএম সাইফুজ্জামানের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছিলেন। মৃত্যুকালে সাইফুজ্জামান স্ত্রী, দুই সন্তানসহ গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, এর আগে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেনসহ নির্বাচন কমিশনের সাত কর্মী করোনা আক্রান্ত হয়ে মারা যান। এছাড়াও এ পর্যন্ত ইসির ২০২ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৩ জন।

সারাবাংলা/জিএস/পিটিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর