ডিএসই’র প্রধান সূচক ও বাজার মূলধন সর্বোচ্চ অবস্থানে
৩ আগস্ট ২০২১ ১৬:৩৭
ঢাকা: পুঁজিবাজারে পর পর দু’দিন সূচকের বড় ধরনের উত্থান হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) দিনশেষে ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ও বাজার মূলধন আবারও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
এদিন ডিএসইএক্স ইনডেক্স আগের দিনের তুলনায় ৫৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৩৫ পয়েন্টে উঠে আসে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স ইনডেক্সটি যাত্রা শুরু করার পর সর্বোচ্চ উচ্চতায় উন্নীত হয়েছে।
সূচকের পাশাপাশি মঙ্গলবার ডিএসই‘র বাজার মূলধনেও রেকর্ড পরিমাণ উন্নীত হয়। দিনশেষে ডিএসইর বাজার মূলধন প্রথমবারের মতো ৫ কোটি ৪১ লাখ ৫৬ হাজার ২২৫ কোটিতে উন্নীত হয়েছে।
মঙ্গলবার দিনশেষে ডিএসইতে ৩৭৫টি কোম্পানির ৮২ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭৫২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৭৮ টির, কমেছে ১৭০টির এবং ২৭টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।
দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিলো ২ হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৩৫ পয়েন্টে উন্নীত হয়। ডিএসই শরিয়া সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২৪ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৬৬ পয়েন্টে উন্নীত হয়।
অন্যদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২৬টি কোম্পানির ৩ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার ৮৮৮টি শেয়ার ও মিউচ্যয়াল ফান্ডের লেনদেন হয়েছে।লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির কোম্পানির শেয়ারের দাম।
দিনশেষে সিএসইতে ৮০ কোটি ১১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ৭৩ কোটি ৪ লাখ টাকা। এদিন সিএসই’র প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৫৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৪ পয়েন্টে উন্নীত হয়।
সারাবাংলা/জিএস/এমও