গুলশান থানার দুই মামলায় হেলেনা জাহাঙ্গীর ৬ দিনের রিমান্ডে
৩ আগস্ট ২০২১ ১৭:০৩
ঢাকা: রাজধানীর গুলশান থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দুই মামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩ আগষ্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী আদালতে এ আদেশ দেন।
তিন দিনের রিমান্ড শেষে ডিজিটাল নিরাপত্তা আইনে হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করে আরও দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত ৩১ জুলাই একই থানায় দায়ের করা মাদক মামলায় তার ৫ দিনের রিমান্ড চান গুলশান থানার পুলিশ।
এদিন দুপুরে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা প্রতারণা ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় হেলেনা জাহাঙ্গীরকে ৪ দিন করে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনূর রহমানের আদালতে এ আদেশ দেন।
সারাবাংলা/এআই/এসএসএ