হেলেনার ২ সহযোগী রিমান্ডে
৪ আগস্ট ২০২১ ১৬:০৯
ঢাকা: আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গ্রেফতার দুই সহযোগীকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৪ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এই রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরী।
এর আগে আসামিদের আদালতে হাজির করে পল্লবী দায়ের করা প্রতারণার অভিযোগের মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট থানার সাব-ইন্সপেক্টর মো. আল হেলাল।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন।
গত ৩ আগস্ট সকালে রাজধানীর গাবতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হেলেনা জাহাঙ্গীরের অন্যতম দুই সহযোগী বলে জানা যায়।
হেলেনা জাহাঙ্গীর ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠন করে আলোচনায় আসেন। এরপর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
গত ২৯ জুলাই রাতে গুলশানের নিজ বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। আটকের সময় তার বাসায় থেকে বিপুল পরিমাণ মদ ও ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া ক্যাসিনো সরঞ্জাম, হরিণের চামড়াও পাওয়া গেছে তার বাসায়।
জানা গেছে, সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর নিজেকে পরিচয় দিতেন। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সবশেষ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে মেয়র পদে মনোনয়নপ্রার্থী ছিলেন হেলেনা। এ ছাড়া জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
গত ৩ আগস্ট পৃথক চার মামলায় হেলেনা জাহাঙ্গীরকে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
সারাবাংলা/এআই/একে