খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২১ ১৮:০৫
৪ আগস্ট ২০২১ ১৮:০৫
জয়পুরহাট: জেলার পাঁচবিবিতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হোসাইন আলমাস আবির নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব।
হোসাইন আলমাস আবির পাঁচবিবি উপজেলার শিমুলতলী গ্রামের নাহিদ হাসান শামীমের ছেলে।
ওসি পলাশ চন্দ্র দেব জানান, বুধবার দুপুরে শিশু হোসাইন আলমাস আবিরকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। এরপর পর অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় শিশুটিকে বাড়ির অদূরে একটি পুকুরে পাওয়া যায়।
পুকুর থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/একেএম