ভ্যাকসিনের বুস্টার ডোজ স্থগিত রাখার আহ্বান ডব্লিউএইচও’র
৪ আগস্ট ২০২১ ২২:৩৯
ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে চরম ভ্যাকসিন অসমতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ধনী দেশগুলোকে বুস্টার ডোজ না দিয়ে দরিদ্র দেশে ভ্যাকসিন প্রাপ্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বুধবার (৪ আগস্ট) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে নিজ নিজ দেশের জনগণকে রক্ষা করতে সরকারগুলোর উদ্বেগের বিষয়টি আমরা বুঝতে পারি। কিন্তু বৈশ্বিক ভ্যাকসিনের সিংহভাগ মাত্র কয়েকটি দেশ ব্যবহার করুক এটাও আমরা মেনে নিতে পারি না—যেখানে এখনও বহু দেশের মানুষ অনিরাপদ অবস্থায় রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, আমরা দ্রুত একটি পরিবর্তন চাই, সেটা হলো বেশিরভাগ ভ্যাকসিন উচ্চ আয়ের দেশগুলোতে যাওয়ার পরিবর্তে এখন সেগুলো নিম্ন আয়ের দেশের দিকে যাওয়া উচিত।
নিম্ন আয়ের দেশগুলোতে ভ্যাকসিনের সরবরাহ বাড়াতে ধনী দেশগুলোকে এখনই বুস্টার ডোজ না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ ব্যাপারে তিনি জি২০ দেশগুলোকে এগিয়ে আসার তাগিদ দেন। তিনি বলেন, এই দেশগুলো বিশ্বের প্রধান উৎপাদক দেশ।
সারাবাংলা/আইই