Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালাল ফার্টিলাইজারের ৩৮ কোটি টাকা আত্মসাৎ, দুদকের ১৫ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২১ ২২:৫৯

ঢাকা: ভুয়া বিল-ভাউচারে ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের দুই কর্মকর্তাসহ ৮ ঠিকাদারের বিরুদ্ধে ১৫ মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ আগস্ট) দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক মো. নূর-ই আলম বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেক রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলায় আসামিরা হলেন— শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের বরখাস্ত হওয়া সহকারী প্রধান হিসাবরক্ষক ও হিসাব বিভাগীয় প্রধান খোন্দকার মুহাম্মদ ইকবাল, বরখাস্ত হওয়া রসায়নবিদ নেছার উদ্দিন আহমদ, মেসার্স টিআই ইন্টারন্যাশনালের মালিক মোসাম্মৎ হালিমা আক্তার, মেসার্স রাফী এন্টারপ্রাইজের মালিক মো. নূরুল হোসেন, ফালগুনী ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম ইসমাইল খান, মেসার্স আয়মান এন্টারপ্রাইজের মালিক সাইফুল হক, মেসার্স এন আহমদ অ্যান্ড সন্সের মালিক নাজির আহমদ, মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক মো. হেলাল উদ্দিন, মেসার্স ড্যাফোডিল ইন্টারন্যাশনালের মালিক মো. জামশেদুর রহমান খন্দকার এবং মেসার্স সাকিব ট্রেডার্সের মালিক আহসান উল্লাহ চৌধুরী।

মুহাম্মদ আরিফ সাদেক জানান, মামলায় অভিযোগ করা হয়েছে— শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের দুই কর্মকর্তা খোন্দকার মুহাম্মদ ইকবাল ও নেছার উদ্দিন আহমদ ঠিকাদার প্রতিষ্ঠানের আট মালিকের সঙ্গে যোগসাজশ করে ভুয়া বিল-ভাউচার তৈরি করেন। এর মাধ্যমে তারা বিভিন্ন সময়ে ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাৎ করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/টিআর

টাকা আত্মসাৎ শাহজালাল ফার্টিলাইজার শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর