Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনডিএফ বিডি আন্তর্জাতিক বিতর্ক উৎসবের আঞ্চলিক পর্ব চলছে

সারাবাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২১ ১৯:৪০

ঢাকা: ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আয়োজন করতে যাচ্ছে আলেশা হোল্ডিং লিমিটেড ১ম এনডিএফ বিডি আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উৎসব-২০২১। ‘উই আর থাউসেন্ডস স্প্লেনডিড সানস’ এই স্লোগানকে ধারণ করে আগামী ১৩ ও ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে এ বিতর্ক উৎসব। এর আগে সারাদেশজুড়ে চলছে আঞ্চলিক পর্ব।

গোটা দেশকে ৯টি সাংগঠনিক অঞ্চলে বিভক্ত করে ৬৪ জেলায় চলছে বিতর্ক উৎসবের আঞ্চলিক পর্ব। স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ, বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং, ওয়ার্ল্ড কুইজ কম্পিটিশনসহ বিভিন্ন আয়োজন রয়েছে আঞ্চলিক পর্বে। ইতিমধ্যে কয়েকটি অঞ্চলে স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ সম্পন্ন হয়েছে।

এনডিএফ বিডি রাজশাহী অঞ্চলে স্কুল ডিবেটে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সাওতুল উমাম, সাবিত বিন আলম, শিহাব মাহমুদ তারাফদারের টিম আলফা। এনডিএফ বিডি রাজশাহী অঞ্চলে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান আবু আওয়াল সরদার। ওই অঞ্চলে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন এনডিএফ বিডির যুগ্ম সচিব অরুপ রতনসহ শাকিলা দিল আফরোজ মিষ্টি, আব্দুল্লাহ আল মামুন রেজুয়ানা করিম, আল ফয়সাল ইমন, আরমানি তোরাফদার, নাফিসা তাসনিম বিনতে খলিল, তায়েব তানজিম, সাফিন জুবায়ের ও ফাহিম মুসতাসির প্রমুখ।

খুলনা জোনে চলছে একইসঙ্গে স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ, বারোয়ারি বিতর্ক, পাবলিক স্পিকিং, ওয়ার্ল্ড কুইজ কম্পিটিশনসহ কালচারাল অনুষ্ঠানের বাছাইপর্ব। খুলনা অঞ্চলে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান তাকদিরুল গনি নিবিড়। তার নেতৃত্বে ওই অঞ্চলে কাজ করছেন আবিদা সুলতানা, নাহিদুর রহমান দুর্জয়, সৈয়দ শারিয়ার সাকলাইন, রাগীব হাসিন, জিএম নাহিদ মিনহাজুর রহমানসহ অন্যান্য সংগঠকরা।

চট্টগ্রাম অঞ্চলেও চলছে ব্যাপক তৎপরতা। স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ আঞ্চলিক পর্বের ফাইনাল রাউন্ডে ফৌজদারহাট ক্যাডেট কলেজকে হারিয়ে অঞ্চলপর্বে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ। চট্টগ্রাম অঞ্চলে জোন প্রধান ও এনডিএফ বিডির কো- চেয়ারম্যান জুয়েল চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন দায়িত্বে কাজ করছেন ইসরাত জাহান ইমা, জান্নাত নবী, আসিফুল হুদা চৌধুরী, আমিন উল্লাহ ফাহাদ, শাহনুর কিবরিয়া সুজন, রিয়াজ হোসেন, এ আর রিজভী, তুষার ধার, এস এইচ এ জলিশ, শাহনিম সাইফ রুহান, আহসান ফয়েজ নাহিয়ান, মুহাম্মদ আবদুল কাদের।

ময়মনসিংহ জোনেও একযোগে চলছে স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ, বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং, কুইজ কম্পিটিশনসহ কালচারাল অনুষ্ঠানের বাছাইপর্ব। ময়মনসিংহ অঞ্চলে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এনডিএফ বিডি’র যুগ্ম সচিব রবিউল ইসলাম রিমন। তার নেতৃত্বে ওই অঞ্চলে কাজ করছেন যুগ্ম সচিব রাকিবুল হান্নান মিজান, মাশরিক খান মাহিন, তৌহিদুল ইসলাম যুবরাজ, রুমন হাসন, এম সোহানুর রহমান সামি, সঙ্গীতা পল, শফিকুল আলম বাপ্পী , জান্নাতুল ফেরদৌস ইসরাত।

কুষ্টিয়া অঞ্চলে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এনডিএফ বিডি’র কো- চেয়ারম্যান শামীম রানা। তার নেতৃত্বে ওই অঞ্চলে কাজ করছেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ইমন, তানভীর আহমেদ, কামরুল হোসেন রোহিত, সাহাবুদ্দিন শেখ প্রমুখ।

রংপুর অঞ্চলে অঞ্চল সমন্বয়ক অনামিকা সান্নালের নেতৃত্বে ইতিমধ্যে স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন সম্পন্ন হয়েছে। রংপুর অঞ্চলে কাজ করছেন ভাগ্যবান্ধু রায, জান্নাতুল ফেরদৌস তমা, মনিরুজ্জামান মুন, আমোরিশ মোহান্তো, জান্নাতুন্নাহার তুলি, মো. গোলাম মোস্তফা, শাফায়াত আহমেদ, জিন্নাত মালিয়াত সিমা, মো. ফাহিম ফয়সল, রাজিউর রহমান আরিফ, নাইমুর রহমান, রুবেল হোসেন, আতিয়া হুমাইরা মিমি, মো. আহনাফ শাহরিয়ার সোহাগ, মো. ওয়াসিফ জামান প্রামাণিক, রবিউল ইসলাম রোকন, মারুফ আহমেদ।

এনডিএফ বিডির তরফ থেকে জানানো হয়েছে, ঢাকা অঞ্চলে বিতর্ক কর্মযজ্ঞ শুরু হবে আগামী ৬ আগস্ট থেকে। এ জোনে কো-চেয়ারম্যান এম আলমগীরের তত্ত্বাবধানে ওয়ালিদ হাশমির সমন্বয়ে থাকছে নানা আয়োজন। ঢাকা জোনে কাজ করছেন ডা. মুহাম্মদ সোহরাওয়ার্দী, ডা. রকিবুল আলম ফরহাদ, ডা. ইফতেখার উদ্দিন তুষার, ডেইজি আক্তার মীম, আফিয়া সিদ্দিকা মিম, ইউনুস ফারাবী, আদ্রিতা বরকত, মো. শাতিল রহমান, অভিষেক সাহা, রানা সরকার প্রমুখ।

এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান ও সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক খলিলুর রহমান খলিলের নেতৃত্বে সিলেট অঞ্চলে শুক্রবার অনুষ্ঠিত হবে আঞ্চলিক পর্বের বিতর্ক। সিলেট জোনে কাজ করছেন আমিনুর রহমান রুহিত, আলী হোসেন রুহিন, শাহিদা হাসান বিনতেসাহু, আবু কায়সার সেজান, মাজিদুল ইসলাম জাহিদ হাসান, তানবীর আজাদ ইবন, শ্রাবণী দাস চৌধুরী, মেহেদী হাসান জুবায়রা আফরিন মাহি প্রমুখ।

বরিশাল অঞ্চলে মোডারেটর জাহিদুল ইসলাম জাহিদের তত্ত্বাবধানে সাবেদুল ইসলাম সোহেলের সমন্বয়ে শুক্রবার অনুষ্ঠিত হবে বিতর্কের নানা আয়োজন। উক্ত আয়োজনে পরিচালনা করবেন তানভীর আহমেদ আফনান, এম এ আরাফাত দোলন হালদার, সানজিদা আক্তার, এইচ এম মামুন, নায়েম ইসলাম রকি প্রমুখ।

প্রসঙ্গত, চূড়ান্ত আয়োজন আগামী ১৩ ও ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে। আলেশা হোল্ডিং লিমিটেড ১ম এনডিএফ বিডি আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উৎসব- ২০২১-এর মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই, সারাবাংলা ডট নেট, পিপলস রেডিও ৯১.৬।

সারাবাংলা/আইই

এনডিএফ বিডি বিতর্ক


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর