Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রবীন্দ্রনাথের রচনায় মানব প্রেমের শ্বাশত বাণী বিধৃত হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২১ ০৮:২৯

ঢাকা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় মানব প্রেমের শ্বাশত বাণী বিধৃত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের মর্যাদায় উন্নীত করতে রবীন্দ্রনাথ অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর লেখনি আমাদের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ এবং তিনি বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের একজন। রবীন্দ্রনাথ একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, ভাষাবিজ্ঞানী, দার্শনিক, সংগীত রচয়িতা ও সুরকার। তিনি শুধু কবিই ছিলেন না, ছিলেন সমাজ, রাজনীতি ও সামাজিক সম্প্রীতির সার্থক ভাষ্যকার। তাঁর রচনায় সমাজ চেতনা ও মানব প্রেমের শ্বাশত বাণী বিধৃত হয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান পরিপুষ্ট হয়ে ওঠেনি। তাঁর সাহিত্যে দেশমাতৃকা ও মানুষের জীবন-ই প্রধান উপজীব্য। প্রকৃতি ও মানব প্রেমে সিক্ত তাঁর সাহিত্যকর্ম। তাঁর রচিত গান আমাদের জাতীয় সংগীতের মর্যাদা পাওয়ায় আমরা গর্বিত। তিনি বাংলা সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। সমাজে সংঘাত, হানাহানি, হিংসা-বিদ্বেষের কারণে যে গ্লানি ও তিক্ততা বিদ্যমান, সেখান থেকে পরিত্রাণের জন্য তাঁর অমূল্য সৃষ্টিকর্ম আজও মানুষকে এগিয়ে যেতে প্রেরণা যোগায়।’

‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা মানুষকে চিরকাল মানবপ্রেম ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/এসএসএ

রবীন্দ্রনাথ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর