Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ নারী, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২১ ১৪:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ: সোনারগাঁও উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ আহত নারী শাহিদা মারা গেছেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বুধবার (৪ আগস্ট) বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় জানা যায়, বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামের ৩৭ শতাংশ জমির মালিকানা নিয়ে ব্যবসায়ী সাদেকুর রহমানের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এতে বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝগড়া হতো। এনিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বিচার সালিস ডাকা হয়। বিচার সালিশ অমান্য করে বুধবার বিকেলে হাবিবুর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করে। এতে বাঁধা দিলে দুঈ পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে নারীসহ ১০জন আহত হয়। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শাহিদা বেগম চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। এছাড়াও দেলোয়ার হোসেন নামে একজনের অবস্থা আশংকাজনক।

বিজ্ঞাপন

ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আহতদের মধ্যে শাহিদা বেগম মারা যান। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসএ

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু টেঁটাবিদ্ধ নারী