Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলাস্কায় বিমান দুর্ঘটনায় ৬ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
৬ আগস্ট ২০২১ ১৯:৩৪

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহীরই মৃত্যু হয়েছে। খবর সিএনএন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ওই দুর্ঘটনা ঘটে।

মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, বিমানের সব আরোহী মারা গেছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কেটচিকান শহরে মিস্টি জোর্ড ন্যাশনাল মনুমেন্টের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুপুর ২টা ৩৭ মিনিটে উদ্ধার কাজ শুরু হয়।

উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোস্টগার্ডের একটি হেলিকপ্টার থেকে দুই জন উদ্ধারকারীকে ঘটনাস্থলে নামানো হয়। পরে তারা জানান, প্লেনে থাকা পাইলটসহ ছয় আরোহীর কেউই বেঁচে নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

সারাবাংলা/একেএম

আলাস্কা বিমান দুর্ঘটনা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর