Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ জেতায় ক্রিকেট দলকে ফখরুলের অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২১ ২৩:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: ঘরের মাঠে সফরকারী অস্ট্রেলিয়াকে টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হারিয়ে প্রথমবারের মতো অজিদের বিরুদ্ধে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৬ আগস্ট) রাতে মিরপুর হোম অব ক্রিকেট শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ জয়ের পর গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে এই প্রথম অজিদের বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ টাইগার’রা। আমি এই অসাধারণ বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সকলকে আমার নিজের এবং বিএনপি’র পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দলগুলোকে হারিয়ে বাংলাদেশের সম্মান অক্ষুন্ন রাখতে সক্ষম হবে বলে আমি আশা করি।”

বিজ্ঞাপন

‘আমি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি’, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/এমও

ক্রিকেট দল বিএনপি মহাসচিব সফরকারী অস্ট্রেলিয়া সিরিজ জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর