Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ জয়ে বাংলাদেশ টিমকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২১ ০১:০৬

ঢাকা: বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ বাকি থাকতেই ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

শুক্রবার (৬ আগস্ট) মিরপুর স্টেডিয়ামে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ১০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে বাংলার দামাল ছেলেরা পরপর তিন ম্যাচে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর তৃতীয় ম্যাচেও টাইগাররা সে ধারাবাহিকতা ধরে সিরিজ জয় নিশ্চিত করেছে। আশা করছি পারফরম্যান্সের এ ধারাবাহিকতা সিরিজের বাকি দুই বজায় রাখতে সক্ষম হবে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য শক্তি। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করছি।’

সারাবাংলা/জেআর/একে

অস্ট্রেলিয়া ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ সিরিজ জয়

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর