ঢাকা: পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ জিমির বিরুদ্ধে বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৭ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত এই আদেশ দেন।
এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. আব্দুস ছোবাহান আসামিকে রিমান্ডে চেয়ে আবেদন করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান জিমির রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করে জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ আগস্ট রাত ৯টার দিকে গুলশান থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা দায়ের করা হয়। ডিবি পুলিশ জানায়, পরীমনির অনৈতিক কাজের সহযোগীদের নাম পাওয়া গেছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।