ডিএসই’তে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার কোটি টাকা
৭ আগস্ট ২০২১ ১৬:৩১
ঢাকা: মাত্র তিন দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১০ হাজার টাকা টাকা। গত সপ্তাহে (১ থেকে ৫ আগস্ট) পাঁচ কার্যদিবসের মধ্যে মাত্র তিন কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছে।
গত সপ্তাহে লেনদেনের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৫ লাখ ৩৪ হাজার ৪০৪ কোটি টাকা। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন বেড়ে দাঁড়িযেছে ৫ লাখ ৪৪ হাজার ৩২৫ কোটি টাকা। ফলে গত সপ্তাহের মাত্র তিন কার্যদিবসে ডিএসই‘র বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৯২২ কোটি টাকা।
একইসময়ে বাজার মূলধন পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়। ডিএসই সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে করোনার সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় গত সপ্তাহে মাত্র তিন কার্যদিবস পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এসময় বাজার মূলধনের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সে সঙ্গে বেড়েছে সব কয়টি সূচক।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৩টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৮৩টির, কমেছে মাত্র ৮৩টির, ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। তবে গত সপ্তাহে ৪টি কোম্পানির শেয়ারের কোন লেনদেন হয়নি।
অন্যদিকে, গত সপ্তাহের শুরুতে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ হাজার ৪৩৫ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ১৭১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে উন্নীত হয়। এ নিয়ে টানা পাঁচ সপ্তাহের ঊর্ধমুখীতে সূটচকটি বেড়েছে ৪৪৬ পয়েন্ট। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স সূচকটি চালু হওয়ার পর বর্তমানে সর্বোচ্চ অবস্থানে অবস্থান করছে। ২০১৩ সালের যাত্রার সময় সূচকটি ছিলো ৪০৫৫.৯০ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসই’র সব সূচক, বাজার মূলধন ও লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের পাশাপাশি বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। প্রতি কার্যদিবসে ডিএসইতে গড় লেনদেন হয়েছিল ২ হাজার ৩৩৭ কোটি ৯৯ লাখ টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসইতে গড়ে লেনদেন হয় ১ হাজার ৪২৫ কোটি ৭৩ লাখ টাকা। ফলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন বেড়েছে ৯১২ কোটি ২৬ লাখ টাকা।
সারাবাংলা/জিএস/এমও