Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২১ ১৬:৪২

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিতদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি করতে হচ্ছে ডেঙ্গু চিকিৎসাও। অক্লান্ত পরিশ্রম করছেন চিকিৎসক। হাসপাতালগুলোর কোথাও আইসিইউ বেড খালি নেই। পাশাপাশি হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৭ আগস্ট) পরিদর্শন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিল্ড হাসপাতাল উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনা সংক্রমণ দিন দিন খারাপ হচ্ছে। হাসপাতালে কোথাও আইসিইউ বেড খালি নেই। কোভিড চিকিৎসায় সারাদেশে ১৭ হাজার সাধারণ বেড রয়েছে। তবে সেগুলোর প্রায় সবগুলোই রোগীতে ভর্তি হয়ে গেছে।’

তিনি বলেন, ‘বিএসএমএমইউয়ের ফিল্ড হাসপাতাল আপাতত ৩৫৭টি শয্যা নিয়ে যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে ৪০টি আইসিইউ, বাকিগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। আর হাসপাতালটিকে পর্যায়ক্রমে এক হাজার বেডে উন্নীত করা হবে।’

তিনি আরও বলেন, ‘কোভিড চিকিৎসার সব ধরনের সুযোগ-সুবিধা এখানে আছে। তবে সব রোগী এখানে ভর্তি করা হবে না। নতুন রোগী ও মুমূর্ষু রোগীরা এখানে আসবে, তাদের চিকিৎসা দেওয়া হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম খুরশিদ আলম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, রেজিস্ট্রার, প্রক্টরসহ অন্যরা।

সারাবাংলা/এসবি/এমও

টপ নিউজ বেড বাড়ানো স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর