Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ডোজের জনসন ভ্যাকসিন ভারতে অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক
৭ আগস্ট ২০২১ ১৭:২১

মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন ভারতে অনুমোদন পেয়েছে। শনিবার (৭ আগস্ট) ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া টুইটারে এ তথ্য জানান। উল্লেখ্য, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনটি এক ডোজের।

টুইট বার্তায় মনসুখ মান্দাভিয়া বলেন, ভারত ভ্যাকসিনের ঝুড়ি আরও বড় করেছে। ভারতে জরুরি ব্যবহারের জন্য জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়েছে। এখন ভারতে ৫টি জরুরি ব্যবহারের ভ্যাকসিন রয়েছে।

এর আগে গত ১২ মার্চ জনসনের এক ডোজের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে এ ভ্যাকসিনটি হায়দ্রাবাদ ভিত্তিক ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান বায়োলজিক্যাল ই লিমিটেড সরবরাহ করবে।

উল্লেখ্য, মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে মৃদু উপসর্গের ক্ষেত্রে ৬৬ শতাংশ কার্যকর। মারাত্মক উপসর্গের ক্ষেত্রে এ ভ্যাকসিনের কার্যকারিতা ৮৫ শতাংশ পর্যন্ত।

ভারত নিজে বিশ্বের শীর্ষ ভ্যাকসিন উৎপাদক দেশ। তবে দেশটির বিশাল জনসংখ্যার মাত্র ৮ শতাংশ এ পর্যন্ত ভ্যাকসিনের পূর্ণাঙ্গো ডোজের আওতায় এসেছেন। দেশটিতে অন্তত এক ডোজ ভ্যাকসিনের আওতায় এসেছেন ৫০ কোটির বেশি মানুষ। জনসন অ্যান্ড জনসনের এক ডোজের ভ্যাকসিন ভারতে পূর্ণাঙ্গো ডোজ ভ্যাকসিন গ্রহীতার হার বাড়াতে সাহায্য করবে।

সারাবাংলা/আইই

জনসন জনসন অ্যান্ড জনসন টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর