শোক দিবস উপলক্ষে জাপা নেতা বাবলা’র খাদ্যসামগ্রী বিতরণ
৭ আগস্ট ২০২১ ১৯:২৫
ঢাকা: জাতীয় শোক দিবসকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকার তৃতীয় লিঙ্গের সম্প্রদায়, পরিছন্ন কর্মী, স্কুল শিক্ষক-শিক্ষিকা, শ্রমিকসহ ৫ শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, তেল, আলু, আটাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
শনিবার (৭ আগস্ট) দুপুরে জুরাইনে নিজ কার্যালয়ের সামনে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় বাবলা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্রক্ষমতায় থাকা সময় বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তৎকালীন কিছু স্বার্থনেষী মহলের বিরোধিতার কারণে তিনি তা বাস্তবায়ন করতে পারেনি। তবে জাতীয় পার্টির নেতাকর্মী বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।’
তিনি বলেন, ‘আমাদের পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে জাতীয় শোক দিবসকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছি, তারই অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার মানুষের মাঝে আমার সাধ্য অনুযায়ী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছি।’
অনেকেই বঙ্গবন্ধুকে বিশেষ দলের সম্পদ মনে করেন, তারা বঙ্গবন্ধুকে ব্রাকেটবন্ধি করে রাখতে চায়। বঙ্গবন্ধুকে ব্রাকেটবন্ধি করে রাখা জাতির জন্য দুঃখজনক বলেও মন্তব্য করেন জাপার এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ন প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, ঢাকা মহানগর দক্ষিণ হিন্দু মহাজোটের সভাপতি ডি কে সমিরসহ অন্যরা।
সারাবাংলা/এএইচএইচ/এমও