চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৬ শয্যার আইসিইউ উদ্বোধন
৭ আগস্ট ২০২১ ২৩:০৭
চুয়াডাঙ্গা: সাজেদা ফাউন্ডেশনের সহায়তায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনে অস্থায়ী ৬ শয্যার আইসিইউয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আইসিইউ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার।
আইসিইউ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম ফাতেহ্ আকরাম।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ‘আইসিইউ বিষয়ে সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে স্বাস্থ্য বিভাগের দুই মাসের চুক্তি হয়েছে। প্রয়োজনে এর মেয়াদ আরও বাড়তে পারে। আইসিইউয়ের জন্য ১০ জন চিকিৎসক, ১৪ জন নার্স, ৭ জন সহকারী, ৬ জন পরিচ্ছন্নতাকর্মী, ৩ জন নিরাপত্তা প্রহরী, ৩ জন গ্রাহক সেবী ও ১ জন হিসাবরক্ষক থাকবে।’
এছাড়া সাজেদা ফাউন্ডেশন আইসিইউ সংক্রান্ত প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দিয়েছে। আইসিইউ পরিচালনার ক্ষেত্রে সব আর্থিক ব্যয়ও প্রতিষ্ঠানটি বহন করবে।
সারাবাংলা/এমও