Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধাপে ধাপে শিথিল হবে বিধিনিষেধ, ১১ আগস্ট থেকে খুলতে পারে অফিস’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২১ ১৬:৫৪

ফাইল ছবি

ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ শেষ হচ্ছে মঙ্গলবার (১০ আগস্ট)। ১১ আগস্ট থেকে সবধরনের অফিস-আদালত খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে তা সীমিত জনবল এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে চালিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী অনুমতি দিলেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

রোববার (৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

১০ আগস্টের পর বিধিনিষেধ থাকবে কি না? যদি থাকে তাহলে সেটা কেমন হবে?— এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করা হবে। সরকারি-বেসরকারি অফিস-আদালত খুলবে। তবে জনবল যতটা কম নিয়ে খোলা যায়, ততই ভালো। তবে জনসমাগম হয় এমন উৎসব, অনুষ্ঠান, পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‘চিন্তা-ভাবনা চলছে, ১১ আগস্ট থেকে বিধিনিষেধ ধাপে ধাপে পর্যায়ক্রমে শিথিল করা হবে। আমাদের করোনা শনাক্তের হার একটু কমছে। কিন্তু মৃত্যুর হার ২০০ এর উপরে আছে। সে বিষয়ে কিন্তু অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে। এই পরিস্থিতিতে বিধিনিষেধের ব্যাপারে কাল পরশু জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে দ্রুতই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে দুয়েক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। আসলে বিধিনিষেধ কতটা শিথিল হবে তা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পরে জানা যাবে।’

ফরহাদ হোসেন বলেন, ‘যেহেতু দোকান-পাট খুলতে হবে, সেহেতু সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে আমাদের জোর থাকবে। গণটিকা চালু হয়েছে, এটি ১২ আগস্ট পর্যন্ত চলবে। আমরা চাই সবাই যেন মাস্ক পরিধান করে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যারা দোকান করেন, গাড়ির চালক ও তাদের সহকারীদের প্রাধান্য দেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘গণটিকা কার্যক্রমে প্রতি ইউনিয়নে ৬০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিশেষ করে যারা বেশি বাইরে যান, সবজি ব্যবসায়ী, রিকশাচালক। এছাড়া যাদের মানুষের সংস্পর্শে আসতে হয় তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

মাস্ক না পরলে শাস্তির বিষয়ে অধ্যাদেশ সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘গত সভায় এসব নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে নির্দেশনাও হয়তো আসবে। মানুষকে সচেতন করে পাড়া-মহল্লার করোনা প্রতিরোধ কমিটিগুলোকে আরও কার্যকর করতে হবে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ চলমান। গত ২৩ আগস্ট জারি করা বিধিনিষেধ ১০ আগস্ট শেষ হচ্ছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

বিধিনিষেধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর