Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২১ ১৭:৫৬

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। আওয়ামী লীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এসময় তিনি বলেন, ‘শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ত্যাগ, শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার প্রতীক। তিনি আওয়ামী লীগের কঠিন দুঃসময়ে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে দলীয় নেতাকর্মীদের মাঝে সাহস ও প্রেরণা যুগিয়ে ছিলেন। তিনি পাকিস্তানিদের দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ে সাহসী যোদ্ধা এবং বাঙালির সকল অর্জনের নেপথ্যের অগ্রসারথী।’

বিজ্ঞাপন

নগর কমিটির সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধু যখনই কোনো রাজনৈতিক ও সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন, তখন শেখ ফজিলাতুন্নেছা ছিলেন একজন পরামর্শক। ৭ই মার্চের ভাষণ কিভাবে দেবেন এবং কি বলবেন সে ব্যাপারে অনড় ও অটল থাকতে বঙ্গবন্ধুকে তাড়িত করেছিলেন তিনি। সর্বোপরি আইয়ুবের গোলটেবিলের জন্য প্যারোলে মুক্তি না নেওয়ার পক্ষে বেগম মুজিবের দৃঢ় অবস্থানে বঙ্গবন্ধু সহমত পোষণ করেছিলেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন।’

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শফর আলী ও শেখ মো. ইছহাক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দফতর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, শ্রম সম্পাদক আবদুর আহাদ, উপ-প্রচার সম্পাদক শহীদুল আলম, কার্যনির্বাহী সদস্য বখতিয়ার উদ্দিন খান, বিজয় কিষাণ চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, বেলাল আহমেদ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে চবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রাঙ্গণে বঙ্গমাতার ম্যুরাল উন্মোচন ও পুস্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার।

এসময় উপাচার্য বলেন, ‘শেখ ফাজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রেরণার উৎস। বঙ্গমাতা ছায়ার মতো পাশে থেকে জাতির পিতাকে সকল ক্ষেত্রে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ-অনুপ্রেরণা যোগাতেন। তিনি বাঙালির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

ম্যুরাল উন্মোচনের সময় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য বেনু কুমার দে, চবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান, শহীদ আবদুর রব হলের প্রভোস্ট ও প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রকাশ দাশগুপ্ত, শামসুন নাহার হলের প্রভোস্ট লায়লা খালেদা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন

এদিকে সকালে চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে আলোচনা সভা এবং দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও অনুদান বিতরণ হয়েছে। এসময় মহানগরী এলাকার ৭ জন ও বিভিন্ন উপজেলার ১০৫ জনকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। ডাক বিভাগের ‘নগদ’ অ্যাপসের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে চট্টগ্রামের ৩০ জনকে ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিুনর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া এসময় ছিলেন।

এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নগরীর দোস্ত বিল্ডিংয়ে দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

সারাবাংলা/আরডি/এসএসএ

বঙ্গমাতার জন্মবার্ষিকী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর