Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রিসে দাবানল অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে

আন্তর্জাতিক ডেস্ক
৮ আগস্ট ২০২১ ১৯:১০

গ্রিসে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবদাহ চলছে। এতে এথেন্সের শহরতলীসহ বহু দ্বীপে দাবানলের সূত্রপাত হয়েছে। বাতাসের গতি তীব্র হওয়ায় এসব দাবানল অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে। সপ্তাহব্যাপী দাবানলে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। দাবানল ঠেকাতে হাজারের বেশি দমকলকর্মীর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। গ্রিসে সাহায্য পাঠিয়েছে সুইজারল্যান্ড, ফ্রান্স, মিশরসহ কয়েকটি দেশ।

এসব দাবানলে গ্রিসে প্রায় ১ লাখ ৪০ হাজার একর এলাকা পুড়ে গেছে। ছাই হয়ে গেছে অসংখ্য বন। অনিয়ন্ত্রিত দাবানল বন পেরিয়ে লোকালয়েও হানা দিয়েছে।

গ্রিসের এভিয়া দ্বীপে রোববার দাবানল অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ায় কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কয়েক ডজন দাবানলের সূত্রপাত হয়েছে এ দ্বীপে। দেশটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপটি থেকে অন্তত ২০০০ মানুষকে ফেরি দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, পেফকিতে ১০টি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। দ্বীপের পরস্থিতি আরও খারাপ হলে প্রয়োজনে আরও মানুষকে দ্বীপ থেকে সরিয়ে নেওয়া হবে।

গ্রিসের প্রধানমন্ত্রী কসটাস কারামানলিস জানিয়েছেন, এ পরিস্থিতিতে তার সরকার মানুষের জীবন বাঁচানোকে প্রধান গুরুত্ব দিয়েছে।

এদিকে শনিবার গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরে পার্নিথা পর্বত এলাকায় দাবানলের ধোঁয়া শহর পর্যন্ত ছড়িয়েছে। ঘন ধোঁয়ায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। শ্বাস-প্রশ্বাসের জটিলতায় ভোগা ব্যক্তিদের সাহায্যে করতে একটি হটলাইন পরিষেবা চালু করেছে শহর কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার এথেন্সের শহরতলী থেকে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান।

সারাবাংলা/আইই

দাবানল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর