চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী। রোববার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।
জানা গেছে, আজ (রোববার) সকালে বাবুনগরীর পক্ষ থেকে জানানো হয়— দুপুরে তিনি ভ্যাকসিন গ্রহণের জন্য স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। দুপুর ১টার দিকে বাবুনগরী স্বাস্থ্যকেন্দ্রের সামনে যান। গাড়িতে বসেই তিনি ভ্যাকসিন গ্রহণ করেন। সিনোফার্মার ভ্যাকসিনের প্রথম ডোজ তার শরীর প্রয়োগ করেন স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট মো. ইব্রাহিম।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন সারাবাংলাকে বলেন, ‘দুপুর সোয়া ১টার দিকে বাবুনগরী সাহেবকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিনি নিজেই এসেছিলেন। শরীর একটু ভারী হওয়ায় তিনি গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকতে পারেননি। গাড়িতে বসা অবস্থায় ওনাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরপর তিনি ফিরে যান। যেহেতু তিনি বয়স্ক এবং শরীরে নানা জটিলতা আছে, শারীরিক কোনো সমস্যা হলে আমাদের জানাতে বলা হয়েছে।’
এর আগে গত ২৯ জুলাই এক বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী মহামারি করোনার সংক্রমণ থেকে মুক্তি পেতে ‘তওবা করে আল্লাহমুখী হওয়ার’ পাশাপাশি চিকিৎসকের নির্দেশনা অনুসরণের জন্য দেশবাসীকে পরামর্শ দেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘করোনা মহামারির দুর্যোগ থেকে রক্ষা পেতে সকলের প্রধান কর্তব্য হচ্ছে, সকল প্রকার অন্যায়, জুলুম, পাপাচার ও বেইনসাফি থেকে বিরত হয়ে এবং ভবিষ্যতে আর কখনো না করার সংকল্প করে— খালেস মনে তাওবা করে আল্লাহমুখী হয়ে যাওয়া। ভবিষ্যত জীবনে আল্লাহ ও রাসূলের পরিপূর্ণ আনুগত্য, ইবাদত-বন্দেগী, বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় ও স্বাস্থ্যবিধি মেনে চলা।’
তিনি আরও বলেন, ‘সুস্থিরতার সঙ্গে চিকিৎসকদের পরিপূর্ণ নির্দেশনা অনুসরণ করে চলতে হবে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। বাজার-হাট ও দোকানপাটে বিনা কারণে ঘোরাঘুরি থেকে বিরত থাকতে হবে। হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখতে হবে। খাবার গ্রহণের আগে-পরে ভালভাবে হাত ধুতে হবে। একমাত্র আল্লাহর দয়া, রহমত ও ইচ্ছা ছাড়া মহামারির এই দুর্যোগ কেউ রোধ করতে পারবে না।’