Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি প্রেস ক্লাব থেকে আরও ৬ সাংবাদিকের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২১ ১৯:৩২

রাঙ্গামাটি: ৩৮ সদস্য নিয়ে সাত মাস আগে যাত্রা শুরু করা ‘রাঙ্গামাটি প্রেস ক্লাব’ থেকে আরও ৬ জন সদস্য পদত্যাগ করেছেন। এর আগে পৃথক পৃথকভাবে আরও ১১ জন সদস্য সংগঠন থেকে পদত্যাগ ও অব্যাহতি নিয়েছিলেন। রোববার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

পদত্যাগ করা সাংবাদিকরা হলেন-তৌসিফ মান্নান, সৈকত রঞ্জন চৌধুরী, জিয়াউল হক, মিশু দে এবং প্রান্ত রনি।

এর মধ্যে তৌসিফ মান্নান চ্যানেল সিক্সের জেলা প্রতিনিধি, সৈকত রঞ্জন চৌধুরী দীপ্ত টিভির জেলা প্রতিনিধি, জিয়াউল হক চ্যানেল টুয়েন্টিফোর ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি, মিশু দে বাংলাটিভি ও সিভয়েসের জেলা প্রতিনিধি, সাইফুল হাসান মহানগরনিউজ ডটকমের জেলা প্রতিনিধি এবং প্রান্ত রনি দৈনিক বণিক বার্তা ও সারাবাংলা ডটনেটের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

নতুন প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদক বরাবরে পাঠানো পদত্যাগপত্রে তারা বলেন, ‘গত ৩০ জানুয়ারি আপনাদের (সুশীল প্রসাদ চাকমা-নন্দন দেবনাথ) নেতৃত্বে প্রতিষ্ঠিত রাঙ্গামাটি প্রেস ক্লাবের সদস্যপদ গ্রহণ করি। কিন্তু অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিগত সময়ে পরিলক্ষিত হয় যে, রাঙ্গামাটি প্রেস ক্লাবে গঠনতান্ত্রিক নিয়ম ব্যত্যয় করে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং যা একনায়কতান্ত্রিক সংগঠনে রূপ নিয়েছে। এভাবে একটি পেশাজীবী সংগঠন পরিচালিত হওয়া কখনোই কাম্য নয়।’

পদত্যাগপত্রে আরও বলা হয়, ‘রাঙ্গামাটির সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ ও মানোন্নয়নের উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং সকলে একত্রিত থাকার প্রত্যয়ে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছিলো। কিন্তু সাম্প্রতিক সময়ে খোদ সভাপতি-সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন সদস্য সাংগঠনিক সিদ্ধান্ত না মেনে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে এবং যার যথাযথ ব্যাখ্যা না পাওয়ায় সাংগঠনিক অপরিপক্কতার দৃষ্টান্ত প্রতিয়মান হয়েছে। এমন পরিস্থিতি পর্যবেক্ষণপূর্বক আমরা মনে করছি, গঠনতন্ত্রের নিয়মনীতি ব্যতয় করে পরিচালিত কোন অগণতান্ত্রিক সংগঠনের পদে আসীন থাকা আমাদের নীতি-আর্দশের সঙ্গে সাংঘর্ষিক।’

তারা আরও লিখেছেন, ‘উপরিউক্ত বিষয়গুলোর কারণে আমরা সংগঠনের সাংগঠনিক সকল পদ থেকে স্ব-জ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে পদত্যাগ করছি। একইসঙ্গে রাঙ্গামাটির সকল পেশাদার সংবাদকর্মীদের সার্বিক মঙ্গলকামনা ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’

সারাবাংলা/এসএসএ

রাঙ্গামাটি প্রেস ক্লাব


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর