শিল্প এলাকার বেশিরভাগ কারখানাই এখন খোলা
৮ আগস্ট ২০২১ ২০:০৩
ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) রোধে জারি করা কঠোর বিধিনিষেধ শেষ হতে চলছে। পহেলা আগস্ট থেকেই খুলে দেওয়া হয়েছে পোশাকসহ রফতানিমুখী শিল্প কারখানা। তবে শিল্প এলাকার বেশিরভাগ কারখানা এরইমধ্যে খুলে গেছে। বিধিনিষেধে চলছে ৯০ শতাংশ শিল্প কারখানা। আর বন্ধ রয়েছে ১০ শতাংশ।
রোববার (৮ আগস্ট) শিল্প পুলিশের এক পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
ওই পরিসংখ্যান মতে, শিল্প পুলিশের আওতাধীন এলাকায় পোশাকসহ সব ধরনের আট হাজার ২২৬টি কারখানার মধ্যে রোববার খোলা ছিল সাত হাজার ৩৯০টি। এর বিপরীতে বন্ধ ছিল ৮৩৬টি কারখানা। অর্থাৎ খোলা কারখানার সংখ্যা ৯০ শতাংশ ও বন্ধ কারখানার সংখ্যা ১০ শতাংশ।
শিল্প পুলিশের তথ্যমতে, বিজিএমইএ’র এক হাজার ৬৪৮টি কারখানার মধ্যে খোলা ছিল এক হাজার ৬৪১টি কারখানা। আর বন্ধ ছিল ৭টি কারখানা। বিকেএমইএ’র ৭৪৭টি কারখানার মধ্যে খোলা ছিল ৭৪৩টি কারখানা। বন্ধ ছিল ৪টি কারখানা। বিটিএমএ’র ৩৩০টি কারখানার মধ্যে ৩২০টি কারখানা খোলা ছিল। বিপরীতে বন্ধ ছিল ১০টি কারখানা।
তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, পোশাক খাতের দুই হাজার ৭২৫টি কারখানার মধ্যে আজ (রোববার) বন্ধ ছিল ২১টি কারখানা।
সারাবাংলা/ইএইচটি/এনএস