নতুন এমপিও’র কাজ শুরু এ বছরেই
৯ আগস্ট ২০২১ ০০:০৭
ঢাকা: নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও নিয়ে চলতি বছরের শুরু থেকেই দাবি উঠেছিল। কিন্তু এমপিও নীতিমালা সংশোধনের জন্য এতদিন তা আটকে ছিল। তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সারাবাংলাকে বলেছেন, এমপিওভুক্তির নীতিমালা সংশোধনের কাজ শেষ হয়েছে। নতুন নীতিমালায় এ বছরেই নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।
ডা. দীপু মনি সারাবাংলাকে বলেন, ‘করোনার কারণে পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ অনেক কাজ এখন আটকে আছে। নতুন এমপিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারগণ্য কাজ। নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দিতে কিছুদিনের মধ্যে আবেদন চাওয়া হবে। এরপর যাচাই-বাছাইয়ের মাধ্যমে এমপিও পাওয়ার যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বাচন করা হবে।’
তিনি বলেন, ‘এমপিও নিয়ে কোনো বিতর্ক যেন না হয় আমরা সেভাবেই কাজ করব। এমপিওভুক্তি নীতিমালাটি সংশোধন করে যুগোপযোগী করে তোলা হয়েছে। এই নীতিমালা নিয়ে আশা করি কারও কোনো সংশয় নেই।’
শিক্ষাকে এগিয়ে নিতে প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শ্রেণি কার্যক্রমে যুক্ত শিক্ষকদের অবশ্যই চৌকষ হতে হবে। বর্তমান পৃথিবীর সবকিছু সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাহলেই তারা শিক্ষার্থীদের জন্য সুন্দর সহযোগী হয়ে উঠতে পারবেন। শিক্ষকদের সহায়ক করে তুলতে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘অনেক শিক্ষক আছেন যারা নতুন করে কিছু শিখতে আগ্রহী নন। এভাবে তারা চলমান জ্ঞান থেকে পিছিয়ে পড়েন। আমরা চাই, কোনো শিক্ষক প্রশিক্ষণ ছাড়া শ্রেণিকক্ষে ঢুকবেন না।’
শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী সারাবাংলাকে বলেন, ‘সর্বস্তরের শিক্ষকদের জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। কেবল বুনিয়াদি নয়, বিষয়ভিত্তিক স্কিল, আইটিসহ নানান বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষকদের নিজেদের উন্নয়নের জন্য এমপিও প্রয়োজন।’
সারাবাংলা/টিএস/পিটিএম