Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার থেকে ব্যাংক লেনদেন চলবে বিকাল ৪টা পর্যন্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ১৬:৪৪

ঢাকা: আগামী বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে প্রতিদিন সকাল সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। এছাড়াও পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়, আগামী বুধবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং লেনদেন-পরবর্তী কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এছাড়াও অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে বলেও বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনায় উল্লেখ করা হয়।

সারাবাংলা/জিএস/এনএস

বাংলাদেশ ব্যাংক ব্যাংক লেনদেনের সময়

বিজ্ঞাপন

মানুষের হিংস্রতা কেন বাড়ছে?
২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর