চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কাভার্ডভ্যানে পণ্য পরিবহনের আড়ালে প্রতি চালানে ২০ হাজার টাকার বিনিময়ে তারা ইয়াবা পাচার করে।
রোববার (৮ আগস্ট) রাতে নগরীর ডবলমুরিং থানার কদমতলী মোড়ে ফ্লাইওভারের নিচে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দু’জনের নামই মো. রমজান আলী। চালকের বয়স ২১ বছর এবং সহকারীর বয়স ৩৯ বছর।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘রাত ১০টার দিকে পুলিশ বক্সের সামনে দিয়ে সন্দেহজনক ঘোরাঘুরির সময় তাদের কাছে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি করে পুলিশ। সেখানে ইয়াবাগুলো পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে- তারা কাভার্ডভ্যানে পণ্য নিয়ে বিভিন্ন জেলায় যান। পণ্যের আড়ালে তারা ইয়াবার চালানও নিয়ে যান। প্রতি চালানের জন্য তারা ২০ হাজার টাকা করে পান। শাহজাহান ও দুলাভাই নামে পরিচিত এক ব্যক্তি তাদের ইয়াবা সরবরাহ করেন।’
জব্দ করা ২১ হাজার ৭০০ পিস ইয়াবার চালানটি শাহজাহান তাদের মাধ্যমে পাঠাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এই ঘটনায় চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি মহসীন জানিয়েছেন।