ঢাকা: আওয়ামী লীগ থেকে বহিস্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর, পরীমনি, জিসান, রাজ ও মিশুসহ দশটি মামলা তদন্ত করতে চায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এজন্য অনুমতি চেয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে চিঠি দিয়েছে তারা।
সোমবার (৯ আগস্ট) এই চিঠি পাঠানো হয়। র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি ইমরান হেসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হেলেনা, পরীমনিসহ মোট ১০টি মামলা তদন্ত করতে চায় র্যাব। এজন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।’
এদিকে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, অনুমতি চেয়ে র্যাবের করা আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখানে অনুমতি পেলে র্যাব মামলাগুলো তদন্ত করতে পারবে।