Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বঙ্গবন্ধুহীন হবে ভাবতে পারিনি’

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ২০:৫০

ঢাকা: বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ বঙ্গবন্ধুহীন হবে তা কখনই ভাবতে পারিনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় স্বপ্নের সোনার বাংলার গড়ার স্বপ্ন দেখতেন।

সোমবার (৯ আগস্ট) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে ‘করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আব্দুর রহমান বলেন, ‘আগস্ট মাস এলেই এক দুর্বিসহ অন্ধকার চোখে দেখি। এই আগস্ট মাসেই আমরা আমাদের নেতা ও পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি, হারিয়েছি তার পরিবারের সদস্যদের। স্বাধীনতাবিরোধীরা ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তাকে ইতিহাসে এক নিষিদ্ধ নামে প্রতিষ্ঠিত করেছিল। যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সেদিন চারদিকে অন্ধকার নেমে আসে। থমকে দাঁড়িয়ে ছিল পুরো বাংলাদেশ।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা হতাশার মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি ১৯৮১ সালের ১৭ মে দেশে আসার পর দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনে অংশগ্রহণ করে বাংলার মানুষের ম্যান্ডেট নিয়ে আজকের বাংলাদেশ কে এই অবস্থানে নিয়ে এসেছেন। একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন। যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসিতে ঝুলিয়েছেন এবং বাংলাদেশ নিয়ে বঙ্গবন্ধুর যে স্বপ্ন- সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে অতিমারি করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।’

বিজ্ঞাপন

এ সময় আব্দুর রহমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ মহানগর ও বাড্ডা থানা আওয়ামী লীগের নেতারা।

সারাবাংলা/এনআর/পিটিএম

আব্দুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর