Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্টের ৯ দিনেই শনাক্ত ২০৯৫, চিকিৎসাধীন ৯৩১

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ২২:১০ | আপডেট: ১০ আগস্ট ২০২১ ০০:০৩

ফাইল ছবি

ঢাকা: দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই। গতকাল রোববার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২১০ জন। এ নিয়ে আগস্টের প্রথম ৯ দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হলেন ২ হাজার ৯৫ জন। এদিকে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন ৯৩১ জন। এর মধ্যে কেবল রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন আছেন ৮৬৩ জন।

বিজ্ঞাপন

সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে কেবল রাজধানীরই ১৮১ জন। অন্যদিকে আগস্টের প্রথম ৯ দিনেই দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৫ জন। এর আগে জুলাই মাসে দেশে দুই হাজার ২৮৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২০২১ সালে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার হাজার ৭৫৩ জন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন তিন হাজার ৮০৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে ৬৮ জন ঢাকা বিভাগের বাইরের সপাতালগুলোতে ভর্তি আছেন।

এদিকে, সরকারের স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ১৪ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য পাঠানো হয়েছে তাদের কাছে। তবে এখন পর্যন্ত এর কোনোটিই পর্যালোচনা করা হয়নি। ফলে এখন পর্যন্ত এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সুনির্দিষ্ট তথ্য নেই।

স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়ার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৬০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মিটফোর্ড হাসপাতালে ৩৪ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৩ জন ও সম্মিলিত সামরিক হাসপাতালে ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আর রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২১ জন।

বিজ্ঞাপন

এদিকে, বর্তমানে রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯৮ জন চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর রাজধানীর বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বর্তমানে চিকিৎসাধীন ৬৮ জন। এর বাইরে ময়মনসিংহ বিভাগে দুই জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে সাত জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এছাড়াও রংপুর বিভাগে দুই জন, খুলনা বিভাগে ছয় জন ও বরিশাল বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, এ বছরের জানুয়ারিতে ৩২ জন ও ফেব্রুয়ারিতে ৯ জনের ডেঙ্গু আক্রান্তের তথ্য পাওয়া যায়। এরপর মার্চে ১৩ জন, এপ্রিলে তিন জন, মে মাসে ৪৩ জন ও জুন মাসে ২৭২ জনের ডেঙ্গু শনাক্ত হয়। জুলাইয়ে এসে এই সংক্রমণ মাত্রা ছাড়িয়ে যায়। সব মিলিয়ে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল দুই হাজার ২৮৬।

সারাবাংলা/এসবি/টিআর

ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর