Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁয়ে অপহৃত শিশুর মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ২২:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকা থেকে জিসানুল ইসলাম আকাইদ (৫) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্বজনরা বলছে, অপহরণের পর জিসানকে হত্যা করা হয়েছে।

সোমবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে খিলগাঁও নন্দীপাড়ার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে শিশুটির গলিত মৃতদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির হাত বাঁধা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, শিশুটি তার পরিবারের সাথে নন্দীপাড়া এলাকায় একটি বাসায় থাকতো। তার বাবা নাম আবদুল মালেক।

ওসি আরও জানান, গত ৬ আগস্ট বিকেলের দিকে এক রিকশাচালক শিশুটিকে রিকশায় করে নিয়ে যায়। তারপর থেকে শিশুটিকে আর পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন ৭ আগস্ট থানায় একটি অপহরণ মামলা করেন। এর পর সোমবার সকালে নন্দীপাড়া নূর মসজিদ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারের সময় শিশুর হাত বাঁধা ছিল। এছাড়া গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অপহরণের পরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

অপহৃত মৃতদেহ শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর