Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মমেক হাসপাতালে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অক্সিজেন সিলিন্ডার বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ২৩:৪২

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চার হাজার ৯৫৯টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তিনি এই সিলিন্ডার বিতরণ করেছেন।

সোমবার (৯ আগস্ট) সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে চার হাজার ৯৫৯টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। মহামারি করোনার সংক্রমণ থেকে দ্রুত সুস্থ হতে ব্যক্তিগত উদ্যোগে এ সিলিন্ডার বিতরণ করা হয়।

গত ২২ জুলাই প্রথম ধাপে মমেক হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন তিনি। এরপর নিয়মিত তার পক্ষ থেকে হাসপাতালে সরবরাহের জন্য অক্সিজেন সিলিন্ডার রিফিল করা হচ্ছে। সে অনুযায়ী মমেক হাসপাতালে আগামীকাল (১০আগস্ট) সরবরাহের জন্য আজও অক্সিজেন সিলিন্ডার রিফিলের কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, করোনা রোগীদের জন্য প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/জেআর/এসএসএ

অক্সিজেন সিলিন্ডার বিতরণ সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর